ডাক রে তুই  ডাক, যত পারিস ডাক,
ময়ুর হওয়া জুটবে না আর, থাকবি দাড়কাক।
তোর ডাকে তে যদিও উঠে নিত্য দিনের ভোর,
তবুও তুই আসল নয় তো, ময়ুর পালক চোর।
ভেল্কি নাচে যতই তুই জমিয়ে রাখিস আসর
তোর চেহেরা প্রকাশ পাবেই, কাদের তুই দোসর।
আজব সমাজ, মানুষগুলি হাত গুটিয়ে বসে,
কাকের নাচন দেখছে চেয়ে ভেল্কি মাখা রসে।
দেখবি যেদিন দুষ্ট বালক, টানবে ছিড়ে নকল পালক
কোথায় রবে সেদিন এ চোখ ধাঁধানো মায়ার ঝলক।
সেদিন তোর কেমন হবে নকল রাজার চেয়ার যাবে
ভাবছিস তুই সবাই পাগল একাই তুই চালাক ভবে।
বন্ধ করে রং তামাশা, তোর লুকানো স্বপ্ন আশা
যা উড়ে যা বাবার দেশে শুন্য হাতে দিনের শেষে।
দেশ টা নয় ময়লা ভাগার ইচ্ছেমত করবি আহার।
জুটবে নারে কিছুই হেথা দেশ প্রেমিকের জন্ম যেথা।
নকল ময়ুর বেশে কাক এসেছিস দেশে,
যার হাতে যা মারবে ছুড়ে পালাবি অবশেষে।