একটি সুর্যের প্রচন্ড সংগ্রামের দিন শেষে
হঠাৎ করেই ঐশি আদেশে উঠিল সে ভেসে।
অস্ত না গিয়ে প্রচন্ড বেগে ঘুরে গেলো তার মোড়
পশ্চিমে সব তাকিয়ে আছে, পূর্বের দিকে নব ভোর।
জীবনের সব যোদ্ধাগুলো ক্লান্ত শ্রান্ত ময়দানে নুয়ে
রবের এই অলৌকিকতায় বিষন্ন হৃদয় গেলো ছুয়ে।
গোধুলী লগ্নে বীরের দলেরা ভেবেছিলো সব শেষ,
এখনো শরীরে রয়েছে তাদের সংগ্রামী যাতনা বেশ।
যুগে যুগে সব ইতিহাস গুলি একি কলমেই লেখা
স্রষ্টার সাথে সৃষ্টির প্রেমে শুরু নতুন দিগন্তের রেখা।
গোলাম যদি মালিকের সাথে প্রেমময় জীবন গড়ে
ডুবন্ত সূর্য ফিরে এসে ফের নতুন ইতিহাস গড়ে।