ধাপ্পাবাজ ভেল্কিবাজ; রুপ বদল কোন পাগল,
সুপ্ত রাজ ঘৃন্যকাজ, মন মাতাল ঝড় বাদল।
ভাঙ্গছে মন সর্বক্ষণ;কার সাথী প্রাণ জ্যেতি,
প্রাপ্য জন নির্বাসন; প্রাণঘাতি দিনরাতি।
নীল আকাশ কি প্রকাশ; পূর্বাভাস বজ্রপাত,
এই বাতাস এ সুভাস;দির্ঘশ্বাস অশ্রুপাত।
এই সকাল অল্পকাল; সূর্যস্নান তৃপ্ত প্রাণ,
এ বিকাল কোন আকাল; সূর্য ম্লান সুপ্ত বাণ।
মন খোজে চোখ বুজে;দাঢ় টানে কার পানে,
নেই লাজে ঐ কাজে;সুর টানে তীর হানে।
আজ বুঝি সং সাজি;রয় তাকি রং মাখি,
প্রাণ মাঝি ধর বাঁজি,দেয় ফাকি মন পাখি।
শান্ত প্রাণ পুষ্প ঘ্রাণ; মুখ ঢাকি যায় ডাকি,
কষ্টে দান ফুল বাগান,আজ দেখি যায় শুকি।
মন দুয়ার রুদ্ধদার, নাই সারা মন কাড়া,
নেই জোয়ার সিন্ধু পাড়;কূল হারা শূঁল চড়া।
ডানা মেলো ছুটি চলো,চির দাসী বানভাসী।
রাত কালো দ্বীপ জ্বালো,সুখ শশী ওঠ ভাসি।
                                                        আমিন।