মা গো তোমায় আজ ঈদে বড্ড বেশি মনে পড়ে
তুমি ছাড়া হৃদয়ে আসমান সম শুন্যতা ঘিরে ধরে।
সুখ টা সেদিন তোমার সাথেই দিয়েছি মা কবর,
কে দিবে বল তোমার মত ভালবাসা, যত্ন, আদর।
প্রতি বছর ঈদ আসে ঘুরে,জমকালো আয়োজনে,
আজকে ঈদ গুলি শুধুই টাকার সম্পর্কের প্রয়োজনে।
বাবার অল্প আয়ে ঈদ গুলি ছিল ভালবাসায় ভরা
আজ এত বাজার সদাই, তবুও সুখ নদীতে খরা।
তোমার হাতের সেমাই ছিল মা অমৃতের স্বাদে ভরা
চিনি দিতে কম তবুও তো ছিল, মিষ্টি টা বেশ কড়া।
এ মিষ্টতার মাহত্য বুঝবে না মা আজকের এ প্রজন্ম
ইট পাথর আর মমতাহীন যন্ত্রের ঘরে যাদের জন্ম।
ভাই বোনদের ঈদের বাজার কখনো হত আঁধা আঁধা
তবুও কি যে শান্তি, সম্পর্কগুলি ছিল যত্নে বাঁধা।
কারন তো একটাই মা তুমি ছিলে সবার মধ্যমণি
তুমি একাই আগলে ছিলে সব মা, যেন সুখের খনি।
ঈদের দিন সকালে যে যার জন্য ব্যস্ত সাঁজগোঁজে
ঈদ সেলামি, বাড়ি বাড়ি যাওয়া, নানারকম ভোঁজে।
তোমার সংগী ছিল গাধার খাটুনি চুলার কালি ধোঁয়া
সকাল গড়িয়ে দুপুর হত, তোমার জুটতো না খাওয়া
বাবা এসে বলতো ওগো, পড়বে না নতুন শাড়ি,
মুখে কালি, কখন আর সাজবে বিকেল এসেছে গড়ি
আঁচলের কোনায় মুখটা মুছে বলতে তুমি হাসিমুখে
আমাদের সুখ লুকিয়ে আছে, ছেলেমেয়েদের সুখে।
চাইনা এসব বিলাসিতার ঈদ দামী খাবার সব ভারী
চিনি কম দেওয়া সেমাই টা আজ হাতরে খুঁজে ফিরি
কবরে তুমি শান্তিতে থাকো , এতটুকুই শুধু চাওয়া
আসমান থেকে নেমে আসুক জান্নাতি হাওয়া খাওয়া