নেতা মশাই আছেন নাকি
চলে এলাম বাড়ি,
বিচার করেন ইচ্ছামতো
কোমরে পড়ান দড়ি ।
বাইরে এলেন নেতা মশাই
সামনে চলে ভুড়ি,
গম চাউলের চুরির পেশায়
নেতার নাই কো জুড়ি ।
কিরে মোদন কি হয়েছে
চিল্লাপাল্লা কেন?
ফলের বাগান চুরি হয়েছে;
গরু খেয়েছে যেন ?
অবাক হয়ে মোদন বলে
কেমনে জানেন নেতা?
বিচার দেওয়ার আগেই দেখি
জানেন চুরির কথা?
ফলের বাগান গরুর খামার
রাতে হলো চুরি?
সবার আগে নেতার কানে  
খবর এলো উড়ি?
বলেন নেতা; শোন রে মদন
আমার ছোট্ট সোনা,
না হয় খেলো তোর বাগানের
ফল কয়টি গোনা ।
ওদের সকল বন্ধু মিলে
গরু খেয়েছে রাতে,
তাতেই এত চিল্লাপাল্লা
কি জাত গেছে তাতে ?
এই বয়সের অবুঝ ছেলে
একটু এসব করে,
বুদ্ধি হলে আর যাবে না
অন্য লোকের ঘরে ।
ভাবছে মদন আপনমনে
শিক্ষা দিছেন বেশ,
এই ছেলেটাই ভবিষ্যতে
বেচবে আপন দেশ ।
বাপ হয়েছে গম চাউলের
মুখোশ ঢাকা চোর,
ছেলেও যাবে একই পথে
রক্ত টা যে তোর ।
মদন তাকায় আকাশ পানে
বিচার দিলাম কাকে?
এই জাতির আজ ভাগ্যাকাশে
চিল শকুনেরা ডাকে ।