জীবনের এ প্রান্ত বেলায়
ডুবে যাই ঠুনকো ভেলায়,
কি করে পার হবো ভাই
কাছে মোর নাই তরী নাই ।
তীর ঐ দূর দেখা যায়
মাঝি নাই কি করি হায়
একেলা সাতরে মরি
কে যে আজ আমায় বাঁচায় ।
সহসাই আকাশ পানে
দুচোখের অশ্রু বাণে,
ছুড়ে দেই শূন্য দু হাত
মালিকের দয়ার শানে ।
আজি এ পাপের নদী
শুকাবে তোমার যদি,
করুণার দৃষ্টি পরে
আমার এ হৃদয় ঘরে ।
আসো মোর ভগ্ন মনে
জীবনের বিষাদ ক্ষণে,
তোমার ই প্রেম যে খুঁজি
দুখের এই রাজ্য বনে ।