হাতে কেটে দেখ না রং কার  কি
লাল ছাড়া রক্তের রং আছে কি?
মুসলিম হিন্দুর ধর্ম টা ভিন্ন,
পায়জামা পাঞ্জাবী কিবা ধুতি চিহ্ন ।
একসাথে কেনাবেচা দোকান আর বাজারে
ছুটে চলা মাসজিদ, মন্দির মাজারে ।
বাজারের দুধ কেনে তার রং সাদা
কিনে খায় দুই জাতি তাতে নেই বাধা ।
ঈদ আর পুজাতে মিষ্টি ও দই,  
কিনে খায় মিলে মিশে ভেদাভেদ কই?
পাশাপাশি ঘর সব মরে গেলে কাঁদে
দাফন আর সৎকারে একজোট বাধে ।
রোজা এলে বিকেলের হাটে ইফতারি
হিন্দুর দোকানের শোভা বেশ ভারি ।
ভাই বোন দাদা দিদি কত ডাকা ডাকি
ভালবাসা দুই জাতে কত মাখামাখি ।
হঠাৎ এক ঝড় এলো কালো মেঘ ভারি
রাজনীতি শুরু হলো কাদা ছুড়াছুঁড়ি।
স্বার্থের বলি হল আজ সম্প্রীতি
মানবতা হেরে যায়, চারিদিকে ভীতি ।
নেতাদের উস্কানি, রক্তের নহরে,
রাত কাটে নির্ঘুম ক্লান্তির প্রহরে ।
হতাশায় ভারি বুক ফেলি নিশ্বাস
এক গ্রামে ছিল কত সুখময় বাস ।
ফের যদি শুনি কভু মিলনের বাণী
সেই আসা বুক ভরা, দু-নয়নে পানি ।