নেড়ি কুত্তার ভিড়ে, রক্তাক্ত পতাকায় লেগেছে টানাটানি,
কাঁদাছুড়াছুড়ি আর পেট পুজারীদের একি হানাহানি।
আসন দখলের আগামী লড়াইয়ে সব হচ্ছে তৈরী,
দিক হারা তরী ডুবেই যাবে, আবহাওয়াটা বেশ বৈরী।
নেতাদের দেশপ্রেম, মায়াকান্না, উপচে উপচে পড়ছে ,
উন্মাদ জাতি উষ্ণ রক্ত পানের হিংস্র পিপাসায় লড়ছে ।
ধর্মকে কায়েম করেই ছাড়বে, মুখোশধারি কিছু ভন্ড,
শান্তিপূর্ন জাতির ফুলের বাগান ওরা করবেই লন্ডভন্ড ।
মাইক পেলেই স্লোগান, হুমকি, উষ্কানি, ঘৃণার বিষ,
আগমনী টর্নেডোর বিধ্বংসী শব্দ কানে আসে ফিসফিস।
নব্য নেতাদের জন্ম হয়েছে দেশকে মুক্তি, বিপ্লবের নামে,
জানি না এর পরিনাম কতই না ভয়াবহ, ক্ষতিপূরণ কত দামে।
ধর্মের নামে নামে রাজনীতি, আসলেই কি ধর্মের সেবা হয়,
নাকি নিজেদের ক্ষমতা, অর্থের লোভ, কে বা সে খোঁজ লয় ?
কর্মীকে নামাই মাঠে, নিজেদের রাত কাটে সুন্দরীর খাটে,
জনগণ, লাগে কামড়াকামড়ি, প্রত্যাশার বঞ্ছনাই শেষে জুটে ।
কি আজব আমার জাতি, বিবেক কে দিয়েছে অন্যর কাছে ভাড়া,
বিবেক অন্ধ, ক্ষমতার লোভে পেট ফোলা,আজ আমাদের নেতা তারা ।