দেশে আজ লেগেছে ভাই
পতিতাদের হাট,
রাজনৈতিক পতিতাদের,
সে কি ঠাটবাট।
পতিতারা দেহ বেঁচে
ক্ষুধা লাগে তাই,
নেতা শালা দেশ বেঁচে,
ওর মা মাসি নাই।
চোখের লজ্জা বলে
ওদের আছে কিছু নাকি?
দেশপ্রেমের নাটক দেখায়
ভন্ড মুনাফেকি।
পশ্চিমাদের সাজানো চাল
ধরেছে সে দেশের হাল,
কুমির টা কে এনেছি ডেকে
নিজ হাতে কেটে খাল।
মাইক সামনে পেলে ভাষন,
গদি পেলে শুরু হয় শোষন
একি রয় ভাগ্যর পরিনতি,
জনগণের জীবন্ত মরণ।
জেগে যদি ঘুমাই জাতি,
থাকে না আর কোন গতি।
ওগো দেশপ্রেমিক কোথায় তুমি?
বেশ্যাদের দালাল বেঁঁচবে তোমার মা কে
জীবন দিয়ে বাঁচাও, আপন জন্মভূমি।