দুনিয়ার মোহ
ছাড়ে না তো কেহ,
মিছে ধোঁকা মিলনের
খোসা এই দেহ ।
কাঁদে চুপিসারে
একা অভিসারে
বেদনার ভারে,
ভোলে না রে তারে
খোঁজে বারে বারে ।
বিনাশী এ ঝড়ে
ভালবাসা পোঁড়ে
ধুঁকে ধুঁকে মরে ।
দূরে তটভূিম, খুঁজি তুমি তুমি
তৃষা বাড়ে বুকে, দেনা দিব চুকে ।
কার লাগি আঁখি, নীর ভরা থাকি,
কেন মাখামাখি, ব্যাকুল ডাকাডাকি ।
অবেহলা যথা, ব্যথা দিলে তথা
মিলনের কথা, নিপীড়নে গাঁথা ।
তুমি শুধু তুমি, এই মরুভূমি
চারিদিকে খোঁজে, মিলনের লাজে ।