তুমি কি ক্লান্ত হে পথিক?
কেন এলোমেলো চুলগুলো,
কেন বসে আছো পথের ধারে
কোথায় তাকিয়ে আছো একাধারে,
খুঁজিতেছ কি হারানো স্মৃতি গুলো,
যেখানে জমা পরে গেছে
কালের অসহনীয় কালি ধুলো।
তুমি কি ক্লান্ত হে পথিক
কেন বসে আছো কূজো হয়ে
মানুষের দেওয়া শত দুখ যাতনা সয়ে,
কেন অশ্রু গড়াও নিষ্পাপ আঁখি বেয়ে
কেন ঝুকে গেছো, কালের জালিমের কাছে নুয়ে।
এখনো কি হয়নি সময় আবার উঠে দাড়াবার
নাকি জালিমের কাছে সপে দিবে প্রান বারবার?
তুমি কি ক্লান্ত হে পথিক?
তুমি যদি আর একটি বার দাড়াও ঘুরে
কথা দিলাম হে পথিক,
হারানো সব কিছুই আবার আসিবে
তোমার রাজত্বে ফিরে।