মন্দিরে হামলা করিল যে জন
মানুষ না সে নরাধম,
ধার্মিক সে তো নয় রে ওরে,
পশু যদি বলি, কম ।
মুসলিম আর সনাতনী ভাই,
সবে মিলেমিশে এই দেশ
মোরা মানি না কোন জাত ভেদ,
মোরা সুখেই আছি বেশ ।
যুগ যুগ ধরে হাতে রাখি হাত
কালের জালিম বধে,
যুদ্ধ করেছি একাকার হয়ে
মিলে ছিল কাঁধ কাঁধে ।
বিজয়ের ভাগ একা নয় কারো
মোরা সব দাবীদার,
আজি তবে এ হিংসার অনল
লাগালো কে সে?
কে নেবে দায়ভার?
ওরে ধর্মের নামে পশুর দলেরা
এখুনি বাংলা ছাড় ।