আমি হাতের মুঠোয় আলোকে করেছিলাম গো বন্দি
সে আমায় দিয়েছে ফাঁকি, অটুট রাখেনি তো সন্ধি ।
বলেছিলাম তাকে আধাঁরের কালে দিস তোরা আলো,  
কিন্তু কেন সে  ভিনদেশির ভয়ে পশ্চাৎপদ, নিভে গেল?
ওহে ছাত্রজনতা, রাজপথের বীর সেনানীদের আবেগী দল,
তোমাদের আবেগী চেতনা চুরি করে খাচ্ছে কে  ফল?  
সে তো দেশপ্রেমিক নহে ব্যবসায়ী, ভন্ড, মুখোশধারী
এদেশের ভাগ্যাকাশে দেখ শকুনের আনাগোনা কত ভারী ।
ঐ সুদখোর রক্তচোষা জোঁকের হাসিমাখা প্রানঘাতি  বিষে,  
কতই না ঘৃণ্য ষড়যন্ত্র আর দুরভিসন্ধি আছে গো মিশে ।
শালার রক্তের নাহি কোন টান, স্বাধীনতার বিপক্ষে গাহে গান,
উস্কানি, ষড়যন্ত্রের তীরে  ঝড়ে হজুগে আমজনতার প্রান ।
যার  শিরায় শিরায় রক্তে পশ্চিমাদের বিষ আছে গো মিশে,
জাতির মুক্তি, ডুমুরের ফল, কল্পনায় বিলাবিসাতা অবশেষে ।
আমি হাতের মুঠোয় আলোক স্বপ্ন নিয়ে করেছিলাম বন্দি,
রক্তখেকো মুক্ত করে দিল, মুক্তির চির মৃত্যু, কত সন্ধি ।
আগামীর বাংলাদেশ ধর্মে ধর্মে, ভাইয়ে ভাইয়ে হবে যুদ্ধ,
স্বাধীনতার নামে আজ এ জাতি পশ্চিমাদের জালে অবরুদ্ধ ।
যতই লালন করো না গো রঙিন স্বপ্নে গড়া নতুন আশা ।
জুটবে পশ্চিমা গোলামী, বুলেট, বারুদ, আর রক্তের সাগরে ভাসা।