বিষ খাচ্ছি ফোটায় ফোটায়
নীলচে সারা দেহ,
হাত গুটিয়ে গুনছে প্রহর
রুখবে না ভাই কেহ ।
যেই দানবে গ্রাস করেছে
মরুর আরব দেশ,
সেই দানবের চোখ পড়েছে
সোনার বাংলাদেশ ।
রক্ত খাবে এই পিপাসু
লালছে সাগর নদী,
বাঁচতে পারো অন্ধ জাতি
খেদাও তারে যদি ।
ক্ষিপ্ত কুকুর ভুখা অনেক
কাঁমড় বসায় জোড়ে,
জাতির ভাগ্য ঝুলছে সুতোয়
লেংড়া খুঁড়ে খুঁড়ে ।
আমজনতার দোহায় দিয়ে
খেলছে নাটের গুরু,
কদিন বাদে ইলেকশনেই
হিংস্র লড়াই শুরু ।
দেশের সেবা করবে বলে
চেয়ার কেন টানে,
পাগলা জাতি হুদাই নাচে
শিয়াল মামার গানে ।
লড়াই যদি লাগেই ও ভাই
নৌকা ধানের শীষে,
মরবে তো ভাই জনতাই
লাভ টা তাতে কিসে ?
কেউ আবার ধর্ম নিয়ে
ব্যবসা চালু করে
উচিৎ কথা শুনতে বেজার
ঘাড় মটকে ধরে ।
আমার মুখে আসবে না ভাই
তেল মালিশের গান,
যাক চলে যাক দেশের লাগি
এই পাগলের প্রান।