আমার কি দোষ বলো?
তুমি কেন বারান্দাতে
চুলের বেনী খোল?
আমার কি দোষ বলো?
মুচকি হেসে সকাল সকাল
করবে মায়ার জাদু,
এদিক আমি পাগল হলেই
দোষ টা দিবে শুধু ।
তোমার হাসির মন্ত্র বাণে
আমার কি হাল হলো,
ভাল্লাগেনা কোন কাজেই
আমার কি দোষ বলো?
এই তো সেদিন বারান্দাতে
পায়চারিতে ভাবুক,
হাতের গরম চায়ের কাপে
দিতেই যাবো চুমুক ।
তোমার ললাট ভেবেই আমি
দিলেম চুমুক বসে
তপ্ত চায়ের নিঠুরতায়
ঠোঁট পুড়িল শেষে।
লোকের মুখে শুনছি নাকি
বদলে গেছি আমি,
কেউ জানে না এই বদলের
মূল কারিগর তুমি।
হরিণ চোখে কে বলেছে
দেখতে আমায় বলো,
এক চাহুনীর যাদুর পরশ
আমার একি হলো।
তোমায় যদি লাগেই ভাল
আমার কি দোষ বলো
ভাল লাগার সবকটা গুন
তোমায় কেন দিল?
তোমার চলা তোমার বলায়
মুক্তা কেন ঝড়ে,
এদিক আমি পাগল হলেই
দোষটা ঘাড়ে পরে।
রুপের ডালি,রুপের আলোয়
করলে আমায় যাদু,
দোষটা সবাই নন্দঘোষের
দিচ্ছে শুধু শুধু ।