এই জগতে হাজার পথের
মানুষের বসবাস,
ভিন্ন ভিন্ন ধর্মমতে
আছে কত বিশ্বাস।
কেউ চলছে আকার নিয়ে
কেউ বা নিরাকার,
উপসনারও হাজার রকম
নিয়মের সমাহার।
হাজার হাজার ধর্ম হলেও
রক্ত সবার লাল।
এটাই কি নয় যথেষ্ট প্রমান
সবাই একি ছাগলের পাল।
কার কপালে লেখা আছে বলো
ধর্মের পরিচয়,
কবর কিম্বা শশ্মাণ বলো
কেন একি পরিনতি হয়?
মৃত্যু সবার আসবেই কেন
ভিন্ন ধর্মী লোকে,
আল্লাহ যদি আলাদাই হবে
অন্য কিছু দিবে তাকে।
একি পদ্ধতি আসার যেমন
একি পদ্ধতি যাওয়া,
খালি হাত পা সংগে নিয়ে
কোন জগতে যাওয়া?
ধর্ম কে যারা করেছে আলাদা
ধার্মিক তো তারা নয়,
ধর্মের গোড়া একখানে সব
মিছে কেন যুদ্ধ হয়।
খুলে দেখ সব পবিত্র কিতাব
মালিকের পরিচয়,
মহাপবিত্র, একক, অসীম
অভিন্ন কিছু নয়।
কুরান মাজিদ কিম্বা বেদে
একি সত্য লেখা,
চির মুক্তির পথা আছে ভাই
হয়নি তো খুলে দেখা।
ইমাম কিম্বা ঠাকুর মশাই
নিজের ব্যবসা বুঝে,
লোকগুলো সব অন্ধের মত
দেখে না কিতাব খুজে।
একটি বারের জন্যও যদি
কুরান, বেদ কে পড়ে
অভিন্ন এক মহা স্রষ্টার
নিদর্শন চোখে পড়ে।
দেখবে সেথায় লেখা আছে ভাই
অভিন্ন এক বিশ্বাস
এক মালিকের কর ইবাদত
যতক্ষন আছে নিশ্বাস।