ঢেউ গুলো এত্ত বড় বড় আগ্রাসী  কেন
আঘাতে আঘাতে ভাংগছে আশার বালিঘর,
ওরে তোরা কোথায় আছিস, দেখছিস না
সাগরে ঊঠেছে আজ বিনাশী ঝড়।
কোথায় এ জাতির বিবেক, মাঝি মাল্লারা
কোন বেশ্যার মোহে আজি সব বিভ্রান্ত,
তোদের সব সাজানো বাগানগুলো দেখ
লন্ডভন্ড করে তবেই এ ঝড় হবে শান্ত।
বাতাসের পাগলাটে ক্ষীপ্রতা আর বড় বড় ঢেউ
আর বোধহয় যাবে না গো ঠেকানো,
ওরে কেন জাগছে না ওরা হায়, কান্ডারী কেউ?
তবে কি সব ভেসেই যাবে, নির্দয় জলোচ্ছ্বাসে
এইতো সবে প্রলয় নিত্য শুরু,  মহা উল্লাসে
ওহে কেহ কি আছিস ধরিবে এ জাতির হাল,
এখনো তো আছে সময় বৈকি , তুলিবে পাল।
ডুবন্ত জাতিকে পার করিবে রাক্ষুসে উত্তাল এ সাগর
আজ কেন তবে স্বার্থপর, এই কান্ডারীদের নগর?