উন্মুক্ত নীল গগনের নিচে
হাজারো ব্যস্ত মানুষের ভিরে
তৃষ্ণার্ত দুটি চোখ উন্মাদের মত
আজো শুধু তাকেই খুঁজে ফিরে।
ক্লান্তি হীন, অপলক দৃষ্টিতে
নোনা জলের অবিরত বৃষ্টিতে,
ভেসে যায় এ বুকের উপত্যকা
নতুন কোন আশার রংধনু সৃষ্টিতে ।
এখনো সেই ফুলের বাগানে
ক্লান্তিতে হাঁটি রোজ একা একা,
ফুলেরা আগের মতই ছড়ায় সুভাস
মেলে নানান অচেনা পাখিদের দেখা ।
তবুও কেন এত এত লাগে শূন্যতা
জীবনটা কি নাটকের মতই ধোঁকা?
ছুঁই ছুঁই করে হবেনা কভু ছোঁয়া
জবাব দাও; ওহে পাষান্ড দিগন্ত রেখা ।
কেন মুখ ফিরে রাগে অনুরাগে
যেন কুয়াশায় ঢাকা, চেনা চেনা লাগে,
কখনো কি নিয়েছে সে খোঁজ ,
এখনো কেহ নির্ঘুম রাত জাগে ।
কি বৈচিত্র জাদু , এ মায়ার বন্ধনে
পড়ন্ত বিকেলে আজ; দাঁড়িয়ে ক্রন্দনে
সুর্যাস্তের অপেক্ষায় বসে, বাকি অল্প
তাহলে কি আর পাবে না পূর্ণতা
আহত এ দুটি জীবনের, অসমাপ্ত গল্প ?