দেশপ্রেমিকের নাই কোন দাম
দেশদ্রোহীদের ভিড়ে,
চোরের গুষ্টি সাজলো নেতা
বুক ফুলিয়ে ঘুরে ।
কিসের আশায় আন্দোলনে
জীবন দিল জাতি,
হাহাকারে নামল মাঠে
চামচা, নেতা পাতি ।
অফিস গুলোয় ঘুরছে নেতা  
আহার কোথায় আছে ।
দীর্ঘদিনের ক্ষুধায় নেতা
কুত্তা  বনে গেছে ।
মাংস না পাই মিলবে কিছু
হাড্ডি চাটার লাগি,
যাও বা জুটে তাও তো আবার
লড়াই ভাগাভাগি ।
পালাবদলে ভাগ্য খুলে
দলের কর্মী, নেতা ।
জাতির জায়গা আগের মতই
নেতার পায়ের জুতা ।
দেশপ্রেমিকের করলে কদর
দেশটা যাবে আগি
সবার শুধু একি নজর
দেশটা ভাগাভাগি ।
নেতার পতন লাগবে না ভাই
নীতির পতন চাই,
থাকবে না তো জাত ভেদাভেদ
হিন্দু মুসলিম ভাই ।
দেশপ্রেমিক না দেশদ্রোহী সব
বুঝবে কবে জাতি
আঁধার রাতে জলবে কি আর
নতুন আশার বাতি ?