বৃষ্টি ভেজা এই সকালটা তোমার জন্য কেনা,
তাই বলে আজ বৃষ্টির কাছে একটু হলো দেনা।
তারই সাথে চেয়ে নিলাম একটু হিমেল হাওয়া,
তোমারও কি মনে মনে এমন ছিল চাওয়া?
এই দেখ না অঝোর ধারায় ঝরছে অবিরত,
তাই দেখে আজ তোমায় নিয়ে বুনছি স্বপ্ন কত!
ছন্দে গাঁথা কাব্য আমার তোমার জন্য শেখা,
মধুর সুরে গানগুলো সব তোমার জন্যই লেখা।
তোমার জন্য এক মুঠো রোদ মেঘের ফাঁকে হাসে,
জল ভরা এই পুকুর বিলে শাপলা পদ্ম ভাসে।
তোমার জন্যই কদম ফোটে বেলি বিলায় ঘ্রাণ,
অপরূপা এই পাহাড়টা সতেজ সজীব প্রাণ।
তোমার জন্যই ফুটেছে আজ বর্ষার পুষ্প সব,
এসব তুমি পাও কি বলো হৃদে অনুভব?
তারিখঃ ০১/০৭/২০২৪ খ্রি
কমলছড়ি, খাগড়াছড়ি।