সৃষ্টিতে দোষ খুঁজে যারা
করছে দিবস পার,
বলছি তাদের একটু থামো
ভাবতো আরেকবার।
তোমার চোখে দোষী যারা
অন্যের কাছে ভালো,
শুধুই কেন দোষটা খুঁজে
হিংসার আগুন জ্বালো?
হয়তো তুমি পাওনি খুঁজে
পেয়েছে আরেকজন,
তুমি শুধু ছাই দেখেছো
হয়তো ছিলো ধন।
নিজের ছবি আয়নায় দেখ
খুঁজে কিছু পেলে?
ভাবছেন হয়তো নিষ্পাপ এমন
আর কোথাও মেলে!
দোষ ছিলো সব ওই যে ব্যাটার
নিশ্চিত নির্দোষ আমি,
তুমি হয়তো তাই জানো না
জানেন অন্তর্যামী।
আমি বলি সত্যি কি তাই!
দেখতো পেছন ফিরে,
কী জানি সব বলছে তোমায়
তুমি জানো কিরে?
নিজের দোষটা ঢেকে রেখে
দেখছো ডানে-বামে,
ত্রুটি ছাড়া কোথায় পাবে
এই ধরাধামে।
এই পৃথিবীর সৃষ্টি যতো
সৃষ্ট দোষে-গুণে,
দোষ-ত্রুটি তাই খোঁজার আগে
নিও জেনে শুনে।
স্বরবৃত্ত ঃ ৪+৪+৪+১/২
তারিখ ঃ ২২/০৫/২০২২ খ্রি
ইটছড়ি, খাগড়াছড়ি।