ব্যতিক্রমী শিক্ষা মেলা
নয় যদিও নামী,
শিক্ষকের কাছে এই মেলাটা
অনেক বেশি দামী।
শিক্ষোপকরণ কত দামী
শিক্ষকই শুধু জানেন,
শিক্ষাদানে খুব যে দরকার
মানেন নাইবা মানেন।
তাইতো দেখি প্রতি বছর
বসে শিক্ষা মেলা,
বিচিত্র এমন মেলায় মেলে
গুণীর মিলনমেলা।
বিষয় ভিত্তিক উপকরণ
ভিন্ন ভিন্ন সাজ,
ভিন্ন শ্রেণির শিখন কাজে
ভিন্ন সব কাজ।
রঙিন এমন উপকরণ
দোলায় শিশুর মন,
শিখনফল সব অর্জনে তাই
উপকরণই ধন।
তাইতো বলি প্রতি বছর
বসুক এমন মেলা,
আমরাই শুধু খেলতে জানি
উপকরণের খেলা।
তারিখ ঃ ১৪/ ০৩/২০২৩ খ্রি
টাউন হল, খাগড়াছড়ি।