ঘুম জড়ানো রাতের শেষে
এলো নতুন ভোর,
পাখির ডাকে উঠল জেগে
কাটলো ঘুমের ঘোর।
পুব আকাশে উঠলো রবি
রক্ত জবার মতো,
ঘ্রাণ ছড়াতে উঠলো মেতে
কুসুম কলি যত।
শিশির বিন্দু উঠলো জ্বলে,
রবির কিরণ পেয়ে,
ছোট্ট ডিঙি ছাড়ল সবে
খেয়া ঘাটের নেয়ে।
সাত সকালে মায়ের কাছে
বসল শিশু পাঠে,
গোরু লয়ে রাখাল বালক
ছুটল ফসল মাঠে।
হিমেল বাতাস বইল মৃদু
জুড়ায় তনু মন,
পাতায় পাতায় শিশির পড়ে
স্নিগ্ধ হলো বন।
কলসি কাঁখে গাঁয়ের বধু
পানি আনতে যায়,
দীঘল চুলে পরশ বুলে
উদাস বনের বায়।
দূর ঐ বনে আপন মনে
বসে পাখির মেলা,
এমন ছবি দেখে আমার
কাটাই প্রভাত বেলা।
তারিখ ঃ ১৩/১০/২০২০ খ্রি
কমলছড়ি, খাগড়াছড়ি।