পাহাড় শেখায় দৃঢ় হতে
ঝর্ণা শেখায় চলতে,
মাটি শেখায় হার না মানা
সূর্য শেখায় জ্বলতে।
চন্দ্র শেখায় স্নিগ্ধ হতে
পাখি শেখায় গান,
সাগর শেখায় উদার হস্তে
দুঃখীর মাঝে দান।
পুষ্প শেখায় এই পৃথিবীর
সবার আপন হতে,
বৃক্ষ শেখায় অটল থাকা
জীবন চলার পথে।
বৃষ্টি শেখায় কেমন করে
দুঃখের মাঝে হাসতে,
মেঘ শেখালো কেমন করে
শত দুঃখে বাঁচতে।
প্রকৃতিটাই শিক্ষাগুরু
শেখায় অনেক কিছু,
এমন গুরুর শিক্ষা পেলে
রইবে না আর পিছু।
তারিখ ঃ ২৫/০১/২০২৪ খ্রি
কমলছড়ি, খাগড়াছড়ি।