আশ্বিন মাসের পূর্ণিমাতে
শুদ্ধ হোক সবার মন,
পাপকে বারণ করার সময়
এলো মাহেন্দ্রক্ষণ।
চলার পথে নিজ অজান্তে
কায় মনো বাক্যে ভুল,
স্বীকার করে প্রায়শ্চিত্ত করা
এটিই প্রবারণার মূল।
অতি পবিত্র এই দিনটি
বৌদ্ধগণের মাঝে,
পূণ্য কাজে ব্যস্ত থাকে
সকাল থেকে সাঁঝে।
দান-দক্ষিণা শীল পালনে
পূণ্যরাশি সঞ্চয়,
মৈত্রীর আলো ছড়িয়ে দিয়ে
করবো বিশ্বজয়।
সন্ধেবেলায় ফানুস উড়াই
বিনোদনই শুধু নয়,
গৌতম বুদ্ধের চুল পুজোতে
পূণ্যও জমা হয়।
পবিত্রতায় ভরে উঠুক
সকল মানব মন,
সুখী হোক এই জগতের
সকল প্রাণীগণ।
তারিখ ঃ ০৯/১০/২০২২ খ্রি
কমলছড়ি, খাগড়াছড়ি।