কৃষকই জাতির মেরুদণ্ড
বইতে পড়েছি ভাই,
কৃষি পণ্য উৎপাদনে
কৃষক হলাম তাই।
খাটুনির কাজ করছি বলে
কোরোনা মোদের হেলা,
আমরা আছি বলেই তো ভাই
খাচ্ছেন যে দু'বেলা।
বেলা হলে খেতে বসি
ভাত মরিচ আর ভর্তা,
মোদের ভাগ্য নির্ধারণে
সহায় সৃষ্টিকর্তা।
মাথার ঘাম ফেলছি পায়ে
লাগলে দেব জান,
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে
রাখবো দেশের মান।
তারিখ ঃ ১৭/০৩/২০২৩ খ্রি
ইটছড়ি, খাগড়াছড়ি।