জুম্মকন্যা যাচ্ছো কোথায় পাহাড়ের পথ বেয়ে?
একটু শোনাও আমায় যদি বৈসাবি'র গান গেয়ে।
জুম ক্ষেতে মোর কাজের ম্যালা একটুও সময় নাই,
ছাড় না দাদা, দাওনা যেতে, এখন তবে যাই।
জঙ্গল কেটে বন পুড়িয়ে বীজ বুনিবো তায়,
ফলফসলে উঠবে ভরে জুম পাহাড়ের গায়।
মরিচ ধান আর ফলফলাদি করি সেথায় চাষ,
হাট বসিয়ে করি সদাই কাটাই বারো মাস।
কাজের ফাঁকে চলে সেথায় দাবা হুক্কার টান,
ক্লান্তি ভুলে মাতিয়ে তুলি গেয়ে জুমের গান।
বেলা হলে ছড়ার জলে ধরবো ছোট মাছ,
বাঁশের চোঙায় রান্না হবে খুব জমবে আজ।
গোসল সেরে মাচাং ঘরে বসবো পিঁড়ি পেতে,
বড্ড দেরি হয়ে গেলো, দাওনা আমায় যেতে।
ঘ্রাণ ছড়িয়ে পাকবে যখন, জুমের সোনার ধান,
ধান্য কেটে ভরবো ঝুড়ি গাইবো তখন গান।
জুম পাহাড়ের জুম্মকন্যা আমায় নেবে বোন?
তোমার সাথে আমায় নিও দেখবো পাহাড় মোন।
পাহাড় গায়ে বুনোপথে দেখবে বুনো ফুল,
মধুর সুরে গান শোনাবে বনের পক্ষী কূল।
রাতের বেলায় জোনাক ছড়ায় মন ভোলানো আলো,
এই আলোতে বন বাদাড়ে ঘুচে আঁধার কালো।
এসো দাদা, আমার সাথে দূর পাহাড়ের গাঁয়,
ক্ষণেক বসে বিশ্রাম নিও হিজল গাছের ছায়।
এই পাহাড়ে জন্ম আমার এই পাহাড়েই থাকি,
পাহাড় ছেড়ে যেওনা আর আমায় দিয়ে ফাঁকি।
এমন সুন্দর পাহাড় বনে আছে সবুজ ঘিরে,
কথা দিলাম আর যাবোনা আমার ছোট্ট নীড়ে।
স্বরবৃত্ত ঃ৪+৪+৪+১/২
তারিখ ঃ২৭/১০/২০২০
কমলছড়ি, খাগড়াছড়ি।