দেখবে এসো বন্ধু স্বজন
কাশফুলের এই মেলা,
দেখবে আরও গগন জুড়ে
শুভ্র মেঘের ভেলা।
দেখবে আরও শাপলা শালুক
সবুজ ভরা বিলে,
তুমিও কিন্তু আসিও বন্ধু
দেখবো দুজন মিলে।
চারিদিকটা বৃক্ষে ভরা
শাখায় গলাগলি,
বাড়ি ফেরা ভুলিয়ে দেবে
হলফ করে বলি।
সবুজ রঙে আঁকা সবই
এমনি আঁকা ছবি,
এসব দেখে কাব্য লিখে
হইয়ো তুমি কবি।
ছবিগুলো আঁকা যেন
ভালোবাসা দিয়ে,
হারিয়ে যেতে চাইবে মনে
প্রিয়জনকে নিয়ে।
বসতে পারো ক্লান্ত হলে
স্নিগ্ধ শীতল ছায়ে,
নেমন্তন্ন রইলো বন্ধু
ইটছড়ির এই গাঁয়ে।
তারিখ ঃ ০৮/০৯/২০২৪ খ্রি.
ইটছড়ি, খাগড়াছড়ি।