প্রথম যেদিন গিয়েছিলাম বাবার হাতটি ধরে,
সে দিনের সেই স্কুল স্মৃতি আজো মনে পড়ে।
চর্ম মাংস আপনার তরে, বাবা দিলেন বলে,
হাড়টা শুধু রাখলে হবে, এইটুকুতেই চলে।
বুকে ছিলো অসীম স্বপ্ন,আনবো ছিনে জয়
স্কুলে পৌঁছেই কেন যেন পেলাম মনে ভয়।
পড়াটা কেন হয়নি বলে যখন বেতটা নিতো তুলে,
রুক্ষমূর্তি চেহারা দেখে নিজ নামটা যেতাম ভুলে।
বাড়ির কাজটা হয়নি কেনো, মায়ের কড়া শাসন
স্যারের বেতটা যতই চলুক, বাড়িতে বলা বারণ।
নীল ডাউনের কথাটা যদি, ভুলে কখনো বলি,
বোনাস পেতাম মায়ের কাছে, কানটা দিতো মলি।
ছিলোনা তখন কাঠামোবদ্ধ, ছিলো না সৃজনশীল,
পড়াতেও যেন বিস্তর ফারাক, নেইতো কোন মিল।
নখ-চুল কেউ রাখবে বড়, সাহস আছে কার?
জানতাম না তখন চুল রাখাটা মানবের অধিকার।
মায়ের কথায় ভুল খোঁজতাম, বাবারটা দূরে থাক,
স্যারের কথাই চরম সত্য, পৃথিবী উলটে যাক।
শিক্ষক মানেই তো সবজান্তা, জ্ঞানের মহাসাগর,
পান থেকে চুন খসলে তবে, করবে বেতের আদর।
স্কুলেতে স্যারের শাসন, না গেলেও বাবার রাগ,
এতো দেখছি জলে কুমির, ডাঙায় ও যেন বাঘ।
শাসনেও ছিলো পরম আদর, মুখে স্নেহের ছাপ,
সেকালে তখন মধুর ছিলো, গুরু-শিষ্যের ভাব।
তারিখ ঃ১১/১০/২০২১ খ্রী
কমলছড়ি, খাগড়াছড়ি।