একুশ শেখালো মায়ের ভাষায়
মনের কথা বলতে,
একুশ শেখালো বাংলা জনতার
স্বাধীন স্বপ্ন দেখতে।
একুশ শেখালো উদোম গায়ে
অ আ ক খ লিখতে,
একুশ শেখালো ভাষার জন্য
রক্ত দেওয়া শিখতে।
একুশ শেখালো ছাত্র জনতা
রাজপথে দাঁড়াতে,
একুশ শেখালো বন্দী শেকল
পায়েতে মাড়াতে।
একুশ শেখালো পাকিস্তানির
কালো হাতটা ভাঙতে,
একুশ শেখালো ভাষার জন্য
শহীদ হওয়া জানতে।
একুশ শেখালো বাংলার বুকে
স্বাধীনতা আনতে,
একুশ শেখালো চাপিয়ে দেওয়া
অন্যায় না মানতে।
একুশ শেখালো এই বাংলার
স্বপ্নের বীজ বুনতে,
একুশ শেখালো বাংলা মায়ের
বিজয়ের ক্ষণ গুনতে।
একুশ শেখালো বাংলা নারীর
সইতে শত ব্যথা,
একুশ শেখালো ছিনে আনতে
বাংলার স্বাধীনতা।