আমার দেশের সোনার ছেলে
দেশের গর্ব ছাত্র,
জীবন দিয়ে জিততে জানে
নয় হারাবার পাত্র।
বাহান্নতে মায়ের ভাষা,
যখন নিল কেড়ে,
ছাত্রসমাজ শত্রু মুখে
এগিয়ে গেল তেড়ে।
কত ছাত্র জীবন দিল
মায়ের ভাষার জন্য,
রক্ত দিয়ে আনল ফিরে
তাইতো তারা ধন্য।
ছেষট্টিতে ছয়দফাতে
পড়ল যখন সাড়া,
মুজিব ডাকে উঠল জেগে
ফুঁসল ছাত্র পাড়া।
একাত্তরে ছাত্রসমাজ
করেছে প্রাণ দান,
দেশের তরে যুদ্ধ করে
এনেছে সম্মান।
ছাত্রসমাজ দেশের তরে
এগিয়ে আসে হেসে,
বুকের রক্ত বিলিয়ে দেয়
আমার সোনার দেশে।
তারিখ ঃ ১১/১০/২০২০ খ্রি
কমলছড়ি, খাগড়াছড়ি।