যখন তোমায় দখিনা হাওয়া পরশ বুলায় এসে,
বুঝে নিও তখন আমি ভাবছি তোমায় বসে।

ফুলেরা যখন ঘ্রাণ ছড়িয়ে আবেশ ছড়ায় মনে,
বুঝে নিও তোমার মাঝে এসেছি সংগোপনে।

দেখবে যখন আকাশেতে সাদা মেঘেরা ভাসে,
বুঝে নিও আমি তখন আছি তোমার পাশে।

পুব আকাশে রামধনুটা ছড়ায় যখন রং,
বুঝে নিও তোমায় পেতে মনটা করে ঢং।

তুমি যখন বৈসাবি তে সাজবে নতুন সাজে,
বুঝে নিও ফুলেরা তখন মুখ লুকোবে লাজে।

দেখবে যখন ঝর্নার  জল একটু বেশি নীল,
বুঝে নিও হৃদয় আমার প্রেম পিয়াসে নীল।

শুনবে যখন মধুর সুরে কোকিলের কুহু গান,
বুঝে নিও ভাঙতে আসে তোমার অভিমান।

মিটমিট করে জ্বলবে যখন  সন্ধ্যাতারাটা,
বুঝে নিও পড়ছি তখন তোমার প্রিয় কবিতাটা।

পলাশ ফুলে দেখবে যখন অগ্নি ঝরা লাল,
বুঝে নিও চাইছে ছুঁতে তোমার রাঙা  গাল।

আকাশ দেখে ভাবো কি কভু কোথায় এর শেষ,
বুঝে নিও আকাশ সমান ভালোবাসি বেশ।


তারিখ ঃ৩০/০৯/২০২১ খ্রী
ইটছড়ি, খাগড়াছড়ি।