বৈশাখ মানে রবিঠাকুরের 'এসো হে বৈশাখ ' গান,
নতুন বছরের ভোরের পাখির মধুর কলতান।
বৈশাখ মানে চারুকলায় মঙ্গল শোভাযাত্রা,
আগুন ঝরা ফাগুন শেষে পায় নতুন মাত্রা।
বৈশাখ মানে লোকে লোকারণ্য ঐতিহাসিক রমনা,
বাবার কোলে খুকীর গালে চিরচেনা সেই আল্পনা।
বৈশাখ মানে ফিডব্যাকের 'মেলায় যায়রে' গান,
নতুন বছরের নতুন সূর্যে প্রকৃতি পায় সে প্রাণ।
বৈশাখ মানে দোকানির সেই 'শুভ হালখাতা',
ভর দুপুরে কৃষাণীর হাতে শুকনো তালপাতা।
বৈশাখ মানে ইলিশ দিয়ে পান্তা ভাত খাওয়া,
গায়ে পরশ মেখে যাওয়া ভোরের মৃদু হাওয়া।
বৈশাখ মানে ময়রার হাতে মিষ্টি ভরা হাঁড়ি,
মেলায় আসা বাঙালি রমনীর লাল পাড়ের শাড়ি।
বৈশাখ মানে আদিবাসীদের সেই 'বৈসাবি' উৎসব,
মেলায় আসা দস্যিপনা কিশোরের কলরব।
বৈশাখ মানে ধূলি ওড়া কালবৈশাখীর ঝড়,
ছোট্ট ঘরটি ভাঙবে বলে কৃষকের মনে ডর।
বৈশাখ মানে গ্রামীণ মেলায় রঙিন হাঁড়ির থুপ,
এই হলো ভাই, বাংলা সনের বৈশাখের প্রকৃত রুপ।