ডিগ্রী থাকলেই যায়না হওয়া
ভালো শিক্ষক ভাই,
টিচিং মেথড জানতে হলে
ট্রেনিং থাকা চাই।
পুস্তকে তো সবই লেখা,
শিক্ষক কেন আবার?
শিক্ষক হলেই হয়না পড়া
ট্রেনিং থাকা দরকার।
তাইতো হলাম মোরা ক'জন
ইউআরসি তে জড়ো,
শেখার জন্য শিষ্য হলাম
আমরা যেমন ধরো।
ট্রেনিংএ এসে শিখলাম কত
শিক্ষণ-শিখন পদ্ধতি,
মেথড মেনে পাঠটা হলে
মন দেবে শিশুটি।
প্রাথমিক শিক্ষার একটাই লক্ষ্য
ছুটছি তারই পিছু,
তেরোটি উদ্দেশ্য সাধন হলে
রইবে না বাকি কিছু।
প্রান্তিক যোগ্যতা ঊনত্রিশটি
রাখতে হবে মনে,
বিষয়ভিত্তিক শ্রেণিভিত্তিক
আছে তাহার সনে।
শিখনফলটা না জেনে ভাই
পাঠদান করেন যদি,
লক্ষ্যভ্রষ্ট হবেন জানি
জেনো শিশুর ক্ষতি।
প্রস্তুতি ছাড়া নামলে মাঠে
ব্যর্থ যেমন ভাই,
তাইতো বলি পাঠের আগে
পাঠটীকাটা চাই।
বিজ্ঞান সে তো জ্ঞানের সাগর
কূল কিনারা নাই,
জ্ঞানের চরে বালুর খোঁজে
ট্রেনিং এ এলাম তাই।
নিউটনও জ্ঞানের তটে
নুড়ি পেয়েছে মাত্র,
আমরা তো ভাই যোজন দূরে
সবে হলাম ছাত্র।
তবু্ও মোরা দৃপ্ত কন্ঠে
এই করেছি পণ,
শিশুর মাঝে বিলিয়ে দেব
যেটুক আছে ধন।
তারিখ ঃ ১৬/০৫/২০২২ খ্রী
ইউআরসি, খাগড়াছড়ি।