বেকার বলে ঘুরে ঘুরে কাটিয়ে দিলি বেলা,
সময় সুযোগ যাচ্ছে চলে করলি শুধু হেলা।
হাত-পা আছে, শক্তি আছে, লাগে শুধু মন,
মেধাটাকে কাজে লাগাও আসবে তোমার ধন।
চাকরির পিছে ছোটে কেন, করছ সময় নষ্ট?
এসব পিছে থাকলে পরে, বাড়বে শুধু কষ্ট।
চারিদিকটা চেয়ে দেখো কয়জনে চাকরি করে,
তোমায় দেখি হন্যে হয়ে চাকরি খোঁজে মরে।
সাহস নিয়ে উদ্যোক্তা হও থাকবে তুমি সুখে,
কর্মহীনে কর্ম দিয়ে, বেকারত্ব দিও রুখে।
কোন কাজই নয়রে ছোট, সমান সব কাজ,
বেকার জ্বালায় পুড়ছ মরে তবে কেন লাজ?
নিজের কাজে স্বস্তি যত, ততই স্বাধীনতা,
চাকরি মানে চাকর হওয়া, পরের অধীনতা।
কত তরুণ রচেছে আজ তাঁদের সাফল্য গাঁথা,
তাঁদের তরে উঁচু হলো, আমার দেশের মাথা।
এ ধরাতে সফল যে জন তাঁদের দেখো ফিরে,
কর্ম রচে, বেকার ঘুচে, সুখ এনেছে নীড়ে।
তারিখঃ ০৫/০৩/২০২১
কমলছড়ি, খাগড়াছড়ি।