উঠবে যেদিন সমুদ্রের ঢেউ
থাকবে তোমার আশায় কেউ,
এমন ছুটবে তুমি রনে বনে,
যেমন বইছে নদী সমুদ্রের টানে।

সেদিন ভাববে তুমি মনে মনে,
ছেড়ে ছিলে কোন কারনে,
কোথায় ছিল তোমার ভুল,
যার জন্য হারিয়ে ছিলে কূল।

দেখবে তুমি অনেক দিনের পর,
সময়ের সাথে থেমে যাবে সব ঝড়,
শুরু করেছো জীবনটা নতুন ভাবে,
সব ভুলেও আমায় মনে পড়ে যাবে।

যদি সন্ধ্যাবেলায় একা থাকলে,
তখন দেখবে তুমি গাছের ডালে,
একসাথে পাখিগুলো নিজের তালে,
গানের সুরে পাপিয়া পাপিয়া বলে।

সেই দেখে মন তোমার অনেক খুশি হবে,
পাখিগুলো কে একসাথে দেখতে রবে,
নাম শুনে বাধ্য হবে তুমি চিন্তা করতে,
আমার নামের সুরে কে বলল গান করতে।

কিছুক্ষণ পর পাখিগুলো উড়ে যাবে,
তুমি আকাশের দিকে তাকিয়ে দেখবে,
আর নিজের মনে কিছু বলতে রবে,
ও তুমি বলেছো ওদের গান করতে হবে।

এত সুন্দর ছিল তোমার রূপ,
তাও কেন সময় তোমার বে রূপ,
কোনো দিন ছিলোনা ভালোবাসা,
তবুও করতো সে তোমার আশা।

নীল আকাশ দেখে তুমি একটু ‍ ক্লান্ত হবে,
অর্ধেক চাঁদকে যখন একা দেখতে পাবে,
চাঁদের দিকে তাকিয়ে তোমায় বলতে হবে,
কথাদাও চাঁদ তুমি রোজ এই সময় আসবে।