তুমি খুব সুন্দর বলতে চাই আমি।
তোমার দুটি চোখ তোমার লাল ঠোঁট আরো সুন্দর।
তোমার মুখের হাসি অনেক বেশি দামী
হারিও না একে কখনো বলছি তোমায় আমি।
তুমি খুব সুন্দর বলতে চাই আমি।
তোমার রূপের নেই কোনো উপমা, তুমি নিরুপমা।
তুমি সরস্বতী, তুমি নিশা, তুমি মধুমিতা.........
ভেবে তোমার রূপের কথা,
সাজবে আমার কলম খাতা।
তোমায় নিয়ে লিখবো আমি
তোমার রুপের কবিতা।
তুমি খুব সুন্দর বলতে চাই আমি।
রূপ দেখিয়া তোমার হারিয়ে যাবে চাঁদ।
তাকিয়ে দেখবে তোমায় করবে গুনো গান।
হাসি দেখে তোমার ভেঙ্গে পড়বে তার আকাশের।
তোমার হেলে দুলে চলা দেখে রাগ হবে বাতাসের।
তুমি খুব সুন্দর বলতে চাই আমি।
হেঁটে হেঁটে যেও না তুমি ফুলের বাগান দিয়ে।
নইলে ফুল গুলি সব ঝরে পড়বে,
দেখে তোমায় লজ্জা পেয়ে।
তুমি যেদিন কাছে আসবে দেখবো
তোমায় দুচোখ ভরে।
থামবে না সেদিন আমার কলম
তোমার রূপের বর্ণনা করে।
তুমি খুব সুন্দর বলতে চাই আমি।