পাপিয়া তুমি এক সুন্দর পাখি
এক ডালে মন বসে না তোমার,
কখনো নাচ করো গান গাও
কখনো আকাশে উড়ে বেড়াও,
তোমার ভেতরে আছে এমন রাগ,
যেমন পৃথিবীতে সূর্যের প্রকাশ,
তোমার মধ্যে আছে অহংকার,
যেমন পাহাড় থেকে নামা ঝরনার ধার,
পাপিয়া তুমি এক সুন্দর পাখি
এক ডালে মন বসে না তোমার।

পাপিয়া তুমি এক সুন্দর পাখি
তুমি হলে প্রিয় বন্ধুদের সখি ,
তুমি মা-বাবার আদরের নন্দিনী,
তুমি ছোট-ছোট ছাত্রদের দিদিমণি,
তুমি হলে পর উপকারীনি,
করো প্রত্যেক লোকের উপকার,
তুমি শিলার মতো শক্ত,
তোমার ওপরে আছে দায়িত্বের ভার,
পাপিয়া তুমি এক সুন্দর পাখি
এক ডালে মন বসে না তোমার।

পাপিয়া তুমি এক সুন্দর পাখি,
সবাই বলে তোমায় দুচোখ ভরে দেখি,
কেউ পথ চেয়ে বসে থাকে তোমার,
তুমি হলে ধরাতে চাঁদের পূর্ণিমা,
যার জন্য মিটে জগতের অন্ধকার,
তুমি কল্পনা মোর কবিতার,
কেন্দ্রীত করো চঞ্চল মন তোমার,
তুমি ভবিষ্যৎ কালকার,
পাপিয়া তুমি এক সুন্দর পাখি
এক ডালে মন বসে না তোমার।