এক জবা ফুল কে ভালবাসতাম
যে আমার জীবনে ছিলো অনেক দামি।
যখন জবা চলে গেলো,
রইলাম শুকনো বেলপাতার মতো একা হয়ে আমি।
গোলাপের মতো সুন্দর রূপ দেখে,
তোমাকে ভালবেসে ছিলাম আমি,
রজোনীগন্ধার মতো আমার জীবনে
সুগন্ধ ভরা ভালবাসা নিয়ে এলে তুমি।
আমি জানতাম না যে সুন্দর
গোলাপের সামনে কাটা থাকে।
ওই গোলাপের কাটা টি আজ
মনেহয় লাগছে আমার বুকে।
প্রথমে তো জবা ছিলে,
কেন গোলাপ হলে তুমি।
আমার জীবনে জবাই দরকার ছিলো গোলাপ না।
আমি জবাকে ভালবাসতাম সুন্দর গোলাপকে না।
কারণ ওই জবা সুন্দর গোলাপ হয়ে
চলে গেল অন্য কোথাও,
আমি জানি আর ওর দরকার লাগবেনা
আমার সাথে কখনো।
তাই এখন প্রিয় বন্ধুকে ভুলে আছো তুমি
আর এখনও জবার অপেক্ষায় বসে আছি আমি।
এক জবা ফুল কে ভালবাসতাম
যে আমার জীবনে ছিলো অনেক দামি।
যখন জবা চলে গেলো
রইলাম শুকনো বেলপাতার মতো একা হয়ে আমি।