ও ছোটো বুনি গো,
দেখ আকাশে চাঁদ উঠেছে।
এই চাঁদের কেন স্বভাব এমন,
তার নজর দেখে লাগে কেমন?
মনে হয় যেনো বারবার,
তোকেই ঘুরে তাকাছে।

ও ছোটো বুনি গো,
দেখ আকাশে চাঁদ উঠেছে।
তোর হাসি দেখে চাঁদ হাসে,
তোর কান্না দেখে কাঁদে সে।
এই চাঁদকে যখন দেখি আমি,
মনে হয় তোরে জন্য উঠেছে।

ছোটো বুনি গো,
দেখ আকাশে চাঁদ উঠেছে।
রোজ তোর জন্য ওঠে চাঁদ,
ওগো তুই কেনো​ বুঝিস না।
যখন আকাশে উঠবে না চাঁদ,
তুই তখন তাহারে খুঁজিস না।
কারে করিস ভয় তুই,
বাইরে কেনো​ আসিস না,
তোরে কতো ভালবাসে চাঁদ,
ওগো তুই কেন বাসিস না।

ও ছোট বুনি গো,
দেখ আকাশে চাঁদ উঠেছে,
বল গো কেনো একটা কথা,
তোর মনে আছে কিসের ব্যথা।
তোর মনে যদি ব্যাখ্যা আছে,
বলনা খুলে আমাকে।
ও ছোটো বুনি গো,
দেখ আকাশে চাঁদ উঠেছে।