সে বড়ই অভিমানী,তুমি কি জানো না,
না গেলে তোমার কাছে আসবে না,
তাই ভুল করে তুমি ডাকতে যেও না
সে প্রচন্ড খারাপ, বলি বারবার,
এলেই করে দেবে সবাইকে ছারখার,
চোখে দেখা যায় না সে বড়ই দুষ্ট,
সুস্থ শরীর তোমার করে দেবে অসুস্থ,
তাই বাইরে বেরো না বাছা আমার,
সে তো জানে না দোষ নেই তোমার,
সে এটাও জানে না যে তুমি গরীব,
বাইরে না গেলে খাবার কোথায় পাবে,
21 দিনের লক ডাউন কোথায় কি পাবে,
পরিবারের খাবারেই কি  করে জোটাবে,
যাই পাবে তাই খাও, কম খেয়ে শুয়ে যাও,
তোমাকে হাতজোড় করি বাইরে যেওনা,
তুমি কি জানো না, সে হচ্ছে করুণা।

হয়তো আমরা সবাই মৃত্যুর খুব কাছে,
কিন্তু দেখা যাক এবার কে কে বাঁচে,
এই ছোট্ট মন্ত্রটা মনে রেখো,
বারবার হাত ধুও, চোখ-মুখ কম ছুও,
সে তো জানে না তোমার কোন দোষ নাই,
বিদেশ থেকে এনেছে বড়লোকরা সবাই,
জীবনের জ্বালায় কষ্টের শেষে,
ফিরছে সবাই নিজের দেশে,
এতদিন দেশকে মনে পড়ে নাই,
কেন বলতো বাবা জীবন,
সব ছিল ওই টাকা পয়সার কারণ,
নিজের গ্রামের মানুষ গুলোকে,
মানুষ বলে ভাবতে না,
গরিব বলে তাদের ঘৃণা করতে,
শহরের পয়সাওয়ালা গুলো,
তোমার ছিল আপন জন,
যথায় আছিস সেখানেই থাক,
হয়তো তোকে লাগছে অবাক,
বাইরে যাসনা ওরে বাপ ধন,
নইলে শেষ হয়ে যাবে সব জনগণ।