বন্ধু তুমি কথা দাও রইবে শুধু আমার হয়ে।
হাতটা ধরে বসবে পাশে,
যখন চাঁদ আসবে তোমার কাছে।
চাঁদকে যদি দেখতে চাও একটু সময় থেমে যাও।
তুমি করো চাঁদকে আলো
চাঁদ করবে তোমায় আলো।
জীবনে চলার পথে তুমি যদি থকে যেও,
তখন শক্ত করে হাত টা
আমার বন্ধু তুমি ধরে নিও।
যতই দূরে যায় না কেনো
থাকবো শুধু তোমার হয়ে।
সামনে যখন আসব আবার
প্রেমের কথা করবো চোখে চোখ রাখিএ।
বন্ধু তুমি কথা দাও রইবে শুধু আমার হয়ে।
সঙ্গী তুমি একটু থামো চাঁদ আসছে তোমার হয়ে।
পায়ে যখন নুপুর পরো কানে পরো দুল।
ভাষা চোখে ডুবে যায় খুঁজে পায় না কুল।
হাতে চুড়ি গলায় মালা ফিতাই বান্ধা চুল।
ছমক ছমক চলন দেখে কাজে করি ভুল।
অনেক কথা বলার আছে,
এসে দেখো আমার জীবনে।
তখন আর তুমি ফিরে যাইবে না
আমার দুঃখের কথা শুনে।
সেদিন রাখবো তোমায় নিজের করে।
যখন আসবে তুমি আমার ঘরে।
আর কতবার বলবো তোমায়
এইবার এসে যাও আমার কাছে।
বন্ধু তুমি কথা দাও রইবে শুধু আমার হয়ে।
সঙ্গী তুমি একটু থামো চাঁদ আসছে তোমার হয়ে।