বন্ধু গো বলতো তুমি এমন করো কেন,
আমি কাছে এসেছি কথা বলোনা কেন?
কথা না বললে ক্লান্ত লাগে তুমি তো জানো,
তাই একবার কথা বলে নাও না কেন।
একবার বলে দাও সেদিন দোষ ছিল কার,
হৃদয়ে তো আগুন লেগেছিল তোমার
সেই জন্যই উঠেছিল ঝড় ভালোবাসার,
আমি থামাতে চেয়েছিলাম ঝড় তোমার,
কিন্তু মায়াবী ঝড় সব নিয়ে গেল আমার,
নিজেকে সামলাতে পারলাম না আর,
তখন প্রেমের প্রদীপ জলল মনে আমার।
সেই দিন হাতে হাত দিয়ে তুমি বলেছিলে,
কথা দাও চাঁদ হাতটা ছাড়বে না কখনো,
আমি কাছে এসেছি কথা বলোনা কেন?

বন্ধু গো বলতো তুমি এমন করো কেন,
আজ দেখে মনে হল ভুলে গেছো যেন,
তুমি আমায় ভুলতে পারবে না মনে রেখো,
বিশ্বাস যদি না হয় চেষ্টা করে দেখো।
বন্ধু আছি আমি থাকবো সারা জীবন,
ভুলবো না কক্ষনো মনে রাখব সারাক্ষণ,
তুমি উড়ন্ত পাখি হয়েছ সেইটা জানি,
ডানা মেলে উড়ো প্রার্থনা করব আমি,
সফলতার সেই শেষ সিরিটি তুমি পাও,
সেদিন চেষ্টা করবে যাতে ভুলে না যাও।
তুমি আমার মিষ্টি বন্ধু সেটা তুমি জানো,
আমি কাছে এসেছি কথা বলোনা কেন?

বন্ধু গো বলতো তুমি এমন করো কেন,
সাফল্যর তালে নিজেকে হারিয়ে নিয়েছো কেন,
তোমার এত সুন্দর রূপ তবু মুখে হাসি নেই,
বলতো এই রূপে কি না হাসলে সভা দৈই,
কিছুদিনের আগে দূরে যখন ছিলাম আমি,
ভালবাসার ছোঁয়া দিয়ে কত কথা বলতে তুমি,
পুরানো দিনের সেই কথা কি বলব বল,
তোমার কাছে আমার মত আরো বন্ধু ছিল,
কিন্তু আমার মতো ভালোবাসা কে দিয়েছিল?
তোমার একা লাগবে আমায় তুমি ডেকো,
তোমায় আমি একা রয়তে দেব না কখনো,
বন্ধু গো বলতো তুমি এমন করো কেন,
আমি কাছে এসেছি কথা বলোনা কেন?