আমার প্রিয় বন্ধু মিষ্টি,
কি সুন্দর তাহার দৃষ্টি,
তাকে দেখলে মনে হয় যেন,
আকাশ থেকে নামবে এবার বৃষ্টি,
আমি ধন্যবাদ জানাই ভগবান কে
যিনি করেছিলেন তাকে সৃষ্টি।
আমার প্রিয় বন্ধু মিষ্টি।
আমার প্রিয় বন্ধু মিষ্টি,
রাস্তায় যখন হেলে দুলে চলে যায়,
পাখিগুলো নিজের সুরে গান গাই,
কখনো ফুল বাগানে ঘুরে বিকাল বেলায়,
ফুলগুলো তখন দেখে মূর্ছিত হয়ে যায়,
আকাশের চাঁদ করে গুন গান,
কত সুন্দর রূপ, কি দেখতে মিষ্টি,
আমার প্রিয় বন্ধু মিষ্টি।
আমার প্রিয় বন্ধু মিষ্টি,
যখন নিজে বাইক চালিয়ে যায়,
রাস্তার কতজন জ্ঞানহারা হয়ে যায়,
কোন দিক থেকে আজ উঠেছে সূর্য,
কখনো আমার তাকে দেখে মনে হয়,
আকাশ থেকে এসেছে যেন পরি একটি,
আমার প্রিয় বন্ধু মিষ্টি।
আমার প্রিয় বন্ধু মিষ্টি,
আমায় রোজ ফোন করে কতো কথা বলে,
আমায় ক্লান্ত লাগে ওর সাথে কথা না হলে,
কথাগুলো শুনলে মন যেন জুড়িয়ে যায়,
মনের যত দুঃখ কষ্ট সব শান্ত হয়ে যায়,
বন্ধুর প্রত্যেকটি কথা মধুর মত মিষ্টি।
আমার প্রিয় বন্ধু মিষ্টি।