আজ মোর মাটির পুতুল যাইবে শশুর ঘর,
নতুন সাথীর হাত ধরে সবাইকে করে দিয়ে পর।
ঘর পরিবার আপনজনের চোখের জল ধরে না,
ছোট বেলার ভালোবাসা তোমায় কি মনে পড়েনা?
কেমনে করে যাইবা তুমি বাবা মাকে ছেড়ে,
ছোট বোন কাঁদে তোমার দরজার কনের আরে।
তুমি নিষ্ঠুর হয়ে চলে যাইবা নতুন বন্ধুর টানে,
তোমার ছোট বোনকে ছেড়ে মন কেমনে মানে?
আজ ত তোমার পুরনো বন্ধুকে মনে পড়ে নাই,
ভুলিয়া গেলে তুমি নতুন সাথীর ভালোবাসায়।
স্বামীর সাথে ভালোভাবে সংসার করো তুমি,
হাসিখুশি থাকো চিরদিন আশীর্বাদ করিব আমি।
মনে রেখো যেখানে যাচ্ছ ওইটা তোমার বাড়ি,
নতুন সম্পর্ক গুলো মেনে নাও তাড়াতাড়ি।
স্বামীর সব তোমার আপন হবে বাকি সব পর,
আজ মোর মাটির পুতুল যাইবে শশুর ঘর।