শব্দ
     খুলে দিচ্ছে পথ
গড়ে তুলছে সেতু, ইমারত
ঘন অরণ্য, পুষ্পকানন, স্বচ্ছ নদী -
আহা, স্বপ্ন তোরণ!

শব্দ বিভ্রান্ত,
   নাকি কৌশল?
     ছুঁড়ে দিচ্ছে কুয়াশা
বোমারু বিমান, যুদ্ধ জাহাজ
ব্যবধান - নষ্ট অভিধান!

নৈঃশব্দেও
       তারই বড় ছায়া।
ছাড়ো খোঁজ
পান্থ,
শব্দ সূর্য্য নয়
যে কাঁচের পৃথিবী পাবে!