কারা ফাঁদ পেতে কবে বন্দি করেছিল তাকে,
যে একটা পৃথিবীতে সূর্য উঠলো না ?
আমরাও কেমন ঘুমিয়ে রইলাম অনন্তকাল !
মেঘে মেঘে ধর্ষিতা চাঁদের, ঘন অমাবস্যা !
জ্বলে গেল, পুড়ে গেল, খাক হয়ে গেল -
একই দেহ বার বার !
সভ্যতার মুখোশের নীচে আদিম লালসারা
লক লকে জিহবা নিয়ে চেটে খেলো সহজ দাহ্য।
পিষে যেতে যেতে ক্ষমতার বুটের তলায় আরও এক ফুল
ছায়া ঘন কর্দমাক্ত ভূমিতে ঠোক্রাল মাথা,
বুক ফাটা কান্নারা ঠেলে গেল চাপানো পাহাড়,
মুখ ফোটা শব্দরা অস্ফুট - পেল ঠোঁটেতেই কুল !
ঘৃণা, লজ্জা হয়
যখন নিজেকে দেখি আয়নায়।
হাতরাসের নোংরা হাত অনায়াসে ঘোরে
ট্রামে, বাসে।
ছিঁড়ে ফেলে দেখতে চাই
পরিপাটি মুখের নীচে কতটা গভীর এই অন্ধকার,
যে অক্লেশে বেঁচে থাকে
আর আমরা মৃত থেকে যাই চিরকাল !