মধ্যরাতের নিঃশ্বাসে
নীরবতার অস্ফুট স্বর,
নির্জনতার বাহু পাশে
শিশির ডোবা ক্লান্ত প্রহর
থমকে দাঁড়ায়।
জ্যোৎস্না আলোয় আঁধার ছায়া
আমার ঘরের উঠোন জুড়ে
ছড়িয়ে আঁচল চাদর পাতে
স্বল্প আলোর অন্ধকারে
কি রেখে যায় ?
বুকে কাছে আটকে থাকা
ব্যথায় ভোগে আমার শহর
ঘড়ির কাঁটা আটকে রেখে
ছিঁড়ছে কেউ বুকের পাঁজর;
মুক্তি কোথায় ?