দিন শেষে ক্লান্ত পাখির ডানা
মুছে নিয়ে সূর্যের ঘ্রান
জড়োসড়ো
পাইনের ডালে
কোন অনন্ত যাত্রার কথা বলে !
আকাশের জমে থাকা নীল
ঘন আরও আঁধারের সাথে
ছায়া ফেলে বুকে,
ভোলে নদী
নক্ষত্র কিছু জ্বলে ছিল সুখে।
শেষ খেয়া ফিরবে কখন
স্তব্ধ ঘড়ির কাঁটায়
প্রারম্ভ আরেক পথের এই ঘাটে
আলোক তৃষ্ণা নিয়ে
বরফ প্রহর যেন কাটে।