নাই বা হল তোমার সঙ্গে দেখা
সেই তো আবেশের কিছু কাল শেষে -
হেলা ফেলা।
ফাটা চৌচির মাটি আকণ্ঠ পান করে বর্ষায়
ফেলে রাখে জল - কাদা আর কীটের সংসার,
উনুন মুছে নেয় বিছানার ঘ্রান।
ক্ষুধারা সব আগাছার মতো
মাথা তোলে এদিক ওদিক;
ভরা আগুন গিলে খেতে চায়
নখের ডগায় থাকা পুরো দুনিয়াটা।
উপেক্ষিত, ভেজা, ঘুন ধরা ঘরের কোনা
গোপনে অন্তিম শ্বাস গোনে।
এই তো বেশ আছো মনে,
জিয়ে রাখা ধীমী ধীমী আঁচে
অনন্ত জ্বলা।
আপন খেয়ালে ক্যানভাসে তোমার মুখ
সূর্যোদয় আনে,
শব্দরা আকাশের তারা !